পুঁজিবাজার সংস্কারের জন্য বাজেটে কিছুই নেই: দেবপ্রিয় ভট্টাচার্য

বর্তমান সরকার সম্প্রতি ২০২৪-২০২৫ অর্থবছরের যে বাজেট ঘোষণা করেছে সেখানে পুঁজিবাজারের সংস্কারের জন্য কিছুই নেই নেই বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
সোমবার দুপুরে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৪-২৫ ও বিরাজমান পরিস্থিতি: অসুবিধাগ্রস্ত মানুষের প্রাপ্তি’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের জন্য কিছুই নেই। এই বাজেটে কালো টাকা সাদা করার যে নিয়ম রাখা হয়েছে, তাও সংবিধান পরিপন্থি।’
তিনি বলেন, ‘প্রস্তাবিত বাজেটে আমরা কোথাও কোনো স্বস্তি দেখি না। চলমান সময়ে পিছিয়ে পড়া মানুষজনকে সুরক্ষা দিতে হয়। বিভিন্ন খাতে দেখা গেছে, প্রস্তাবিত বাজেটে সুরক্ষার বিষয়ে আশ্বস্ত হওয়ার কোনো কিছু পাওয়া যায়নি। এছাড়া প্রস্তাবিত বাজেটে জ্বালানি খাত, ব্যাংক খাত ও পুঁজিবাজারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে রাজনৈতিক অঙ্গীকার দেখা যায়নি। বাজেটে সুরক্ষা, স্থিতিশীলতা ও সংস্কারের বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি এবং আসক্ত হওয়ার মতোও কিছু নেই।’
দেপিয় ভট্টাচার্য বলেন, ‘বর্তমান সরকারের ঘোষিত নীতির সঙ্গে বাজেটে অন্তত পাঁচটি ক্ষেত্রে বড় ধরনের ব্যত্যয় হয়েছে। ৭ জানুয়ারিতে যে নির্বাচন প্রক্রিয়া হয়েছে সেখানে বর্তমান শাসক দল যে ইশতেহার দিয়েছে প্রস্তাবিত বাজেটে তারা ইশতিহারের প্রতি বিশ্বস্ত থাকেনি। প্রস্তাবিত বাজেটে নির্বাচনি ইশতিহারের বড় ধরনের বরখেলাপ হয়েছে। বর্তমান সরকারের যে প্রেক্ষিত পরিকল্পনা আছে তার সঙ্গে কিন্তু বর্তমান প্রস্তাবিত বাজেটের কৌশল এবং বরাদ্দের মিল নেই।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল, তা প্রস্তাবিত বাজেটে মেলানো হয়নি। যেসব নীতি ও অঙ্গীকারের কথা বলা হয়েছিল, তার সঙ্গে বাজেটের বরাদ্দ মেলে না। রাজস্ব পদ্ধতিসহ বিভিন্ন বিষয় দেখলে বোঝা যায়, সাধারণ মানুষের নয় ব্যক্তি বিশেষের সুবিধা দেওয়া হয়েছে এই বাজেটে।’
এর আগে সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান ব্রিফিংয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবপ্রিয় ভট্টাচার্য। এতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১০জুন/এজে)

মন্তব্য করুন