টাইগার পেসারদের তাণ্ডব, ২৩ রানে ৪ উইকেট নেই দক্ষিণ আফ্রিকার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০২৪, ২০:৫০| আপডেট : ১০ জুন ২০২৪, ২১:৫০
অ- অ+

শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ৪ ওভার ৩ বলে দক্ষিণ আফ্রিকার ৪ উইকেট তুলে নিয়েছেন টাইগার পেসাররা। এর মধ্যে ১৩ রানে তিন উইকেট নিয়েছেন পেসার তানজিম হাসান তামিম। আর তাসকিন আহমেদ নিয়েছেন এক উইকেট।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে প্রোটিয়া। তবে টাইগারদের একাদশ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। ফিরেছেন জাকের আলী।

প্রোটিয়াদের হয়ে আজ ওপেনিংয়ে নামেন কুইন্টন ডি কক ও রেজা হেনড্রিকস। প্রোটিয়াদের হয়ে আজ ওপেনিংয়ে নামেন কুইন্টন ডি কক ও রেজা হেনড্রিকস। ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালান কুইন্টন ডি কক। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি তানজিম হাসান সাকিব। তানজিম সাকিবের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে যান রেজা হেনড্রিকস। তার বিদায়ে ১১ রানেই প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা।

রেজা হেনড্রিকসের পর সাজঘরে ফিরে যান আরেক ওপেনার কুইন্টন ডি ককও। তাকেও ফেরান তানজিম সাকিব। তানজিম সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান কুইন্টন ডি কক। আউট হওয়ার আগে করেন ১১ বলে ১৮ রান।

তাসজিদ সাকিবের পর প্রোটিয়া শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদ। তাসকিনের বলে বোল্ড জয়ে সাজঘরে ফিরে যান এইডেন মার্করাম। তার বিদায়ে ২৩ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তাসকিনের পর প্রোটিয়া শিবিরে আবারও আঘাত হানেন তানজিম সাকিব । তানজিদ সাকিবের বলে সাকিব আল হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান ট্রিস্টান স্টাবস। তার বিদায়ে ২৩ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা।

ঢাকা টাইমস/১০জুন/এনবিডব্লিউ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক সুশাসন বিলম্ব হলে দেশ পিছিয়ে যাবে: লিটন 
নির্বাচন বিলম্বিত করতে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে সরকার: যুবদল
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা