সাল্ফ নারায়ণগঞ্জ বার চ্যাপ্টারের কমিটি গঠন

সাউথ এশিয়ান ল'ইয়ার্স ফোরাম (সাল্ফ) নারায়ণগঞ্জ বার চ্যাপ্টারের কমিটি অনুমোদন দিয়েছেন সংগঠনের ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের প্রেসিডেন্ট অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
কমিটিতে অ্যাডভোকেট সেলিনা ইয়াসমিন প্রেসিডেন্ট, অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট কণিকা ভৌমিক, অ্যাডভোকেট নাছরিন লুনা, অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌসী অর্চি, অ্যাডভোকেট মৃণাল কান্তি দত্ত (বাপ্পি) ভাইস প্রেসিডেন্ট এবং অ্যাডভোকেট মো. মাহমুদুল হক মমিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন- অ্যাডভোকেট সুইটি ইয়াসমিন, অ্যাডভোকেট সুবর্ণা সরকার, অ্যাডভোকেট শামীমা ইসলাম, অ্যাডভোকেট আজিম ভূঁইয়া, অ্যাডভোকেট কাজী শাহানাজ পারভিন শম্পা, অ্যাডভোকেট আফজাল হোসেন।
দপ্তর সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সুজন প্রধান, প্রচার সম্পাদক অ্যাডভোকেট সেলিনা সুলতানা ঝুমুর, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আইরিন সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট লাফিপা আক্তার মুনা, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানিয়া খাতুন, আইন সম্পাদক অ্যাডভোকেট মীর মাহফুজা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সোনিয়া খাতুন, শিক্ষা ও পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট লিপি মন্ডল, ভিকটিম সাপোর্ট সম্পাদক অ্যাডভোকেট মিনহাজুল ইসলাম, জলবায়ু ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুনিয়া বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিউলি আক্তার, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট আরিফ মাহমুদ ইমন, প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাকসুদুর রহমান।
নির্বাহী কমিটির সদস্য হয়েছেন- অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, অ্যাডভোকেট আসলাম মিয়া জিকু, অ্যাডভোকেট আব্দুর রব, অ্যাডভোকেট সীমা রানী দাস, অ্যাডভোকেট মৌসুমী, অ্যাডভোকেট সাবিরা রোজী, অ্যাডভোকেট ফাতেমা আক্তার পুষ্প, অ্যাডভোকেট জেনিফা ইসলাম, অ্যাডভোকেট মোছা. রেহানা আক্তার, অ্যাডভোকেট তাহমিনা পারভীন, অ্যাডভোকেট ইন্দ্রা চক্রবর্তী, অ্যাডভোকেট কামরুল হাসান প্রমূখ।
(ঢাকাটাইমস/১১জুন/এমআই/এফএ)

মন্তব্য করুন