সৌদি আরব গেছেন ৮৫ হাজার হজযাত্রী, আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২৪, ০৮:৫৪
অ- অ+

পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ৮৫ হাজারের বেশি বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। এদিকে দেশটিতে হজ করতে যাওয়া আরও একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে জানানো হয়, বুধবার পর্যন্ত সর্বমোট ৮৫ হাজার ১২৯ জন জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ২১৭টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৫টি, সৌদি এয়ারলাইন্সের ৭৫টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৭টি।

বুলেটিনে জানানো হয়েছে, সৌদি আরবে গতকাল মো. শাহালম নামে একজন হজযাত্রী মারা গেছেন। তার পাসপোর্ট নম্বর এ০৮৪০৯২৮৪।

এ বছর হজ মৌসুমে সৌদি আরবে সর্বমোট মারা গেছেন ১৭ জন হজযাত্রী/হাজী। তাদের মধ্যে পুরুষ ১৫ জন ও মহিলা ২ জন। এই ১৭ জনের মধ্যে মক্কায় ১৩ জন, মদিনায় ৪ জন মারা গেছেন।

এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর কোটা ৪৫৬২ এবং বেসরকারি হজযাত্রীর কোটা ৮০ হাজার ৬৯৫। তাদের শতভাগ ভিসা সম্পন্ন হয়েছে। এবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি।

হজযাত্রীদের নিয়ে সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ৯ মে। হজফ্লাইট শেষ হয়েছে গতকাল। এরপর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। ২২ জুলাই শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে।

উল্লেখ্য, ১৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১৩জুন/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আহমেদাবাদ বিমান দুর্ঘটনার আরও যেসব কারণ সামনে আসছে
আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: নিহত বেড়ে ২৯১
মুরাদনগরে ট্রাফিক লাইনম্যানকে পিটিয়ে যখম করল এনসিপি নেতারা
নিষেধাজ্ঞার পর জেলের জালে ধরা পড়লো ৪৩ মণ ইলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা