ঈদে রেলসেবায় এবারও ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ার আশা জিল্লুল হাকিমের

রোজার ঈদে রেলের সার্ভিস ভালো হয়েছে দাবি করে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, অনেকেই বলেছে আমি মন্ত্রী হিসাবে আসার পর প্রথম পরীক্ষায় ‘গোল্ডেন এ প্লাস’ পেয়েছি। সীমিত সামর্থ্যের মধ্যে নিরাপদে ঈদুল আজহার যাত্রায় এবারও ভালো করতে চাই। এবারও ‘গোল্ডেন এ প্লাস’ পাব আশা করি।
বৃহস্পতিবার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন রেলমন্ত্রী।
জিল্লুল হাকিম বলেন, ‘সব প্রস্তুতি আছে। ঢাকা থেকে প্রতিদিন ৬৪টি ট্রেন ছেড়ে যায়। আজ দুই-একটি ট্রেন বাদে ৩০টি ট্রেন যথাসময়ে যাত্রা করেছে। নিরাপদ ঈদযাত্রার লক্ষ্যে রেলওয়ে কাজ করে যাচ্ছে।’
এসময় তিনি আরও বলেন, কোরবানির পশু ও আম বহনের জন্য স্পেশাল ট্রেন চালু করেছি। আজ একটি ক্যাটল ট্রেনে জামালপুর থেকে ৪০০ গরু এসেছে।
এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, পুরোনো কোচ রাতারাতি নতুন করতে পারব না। ফ্যান ঠিক করা হচ্ছে। আবার অনেক সময় যাত্রী বেশি হওয়ায় অতিরিক্ত কোচ লাগাতে হয়, এতে সময় বেশি লাগে। কিছু ট্রেনের লম্বা দূরত্বের ক্রসিংয়ে সময় বেশি লাগে। আগামী ঈদ থেকে আর কোনো অভিযোগ থাকবে না।
(ঢাকাটাইমস/১৩জুন/এলএম/ইএস)

মন্তব্য করুন