তানজিদ-সাকিব জুটিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২৪, ২১:২৯| আপডেট : ১৩ জুন ২০২৪, ২১:৫৯
অ- অ+

ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে অবস্থিত আর্নস ভ্যালে গ্রাউন্ডে কখনই টি-টোয়েন্টি খেলেনি বাংলাদেশ। চলতি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে এই মাঠে নেদারল্যান্ডসের টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৩ রানেই দুই উইকেট হারায় বাংলাদেশ। এর পরেই জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও সাকিব আল হাসান। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেকার সময় বাংলাদেশের সংগ্রহ ৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭২ রান।

ডাচদেরে বিপক্ষে আজ ওপেনিংয়ে নামেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই ভেঙে গেল এই জুটি। ৩ বলে ১ রান করা শান্ত আরিয়ান দত্তের বলে প্রথম স্লিপে বিক্রমজিত সিং এর হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ৩ রানেই এক উইকেট হারায় বাংলাদেশ।

শান্তর বিদায়ের পর লিটন দাসের সঙ্গে জুটি গড়েন তানজিদ হাসান তামিম। লিটনকে সঙ্গে নিয়ে দারুণ খেলতে থাকেন তিনি। তবে তিনি ভালো খেললেও ব্যর্থ লিটন দাস। ব্যর্থতার বৃত্তে বন্দী লিটন আজও ব্যর্থ। আরিয়ান দত্তের বলে সিব্রান্ড এঙ্গেলব্রেখটের হাতে ক্যাচ তুলে দিয়ে ১ রান করেই সাজঘরে ফিরে গেলেন তিনি।

২৩ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও সাকিব আল হাসান। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও আজকের ম্যাচে ডাচদের বিপক্ষে দুর্দান্ত খেলছেন তামিম ও সাকিব। এই ‍জুটিতে ভর করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে প্রস্ততি ম্যাচে চোট পাওয়া শরিফুল ইসলাম সুস্থ হয়ে উঠেছেন। ফলে ডাচদের বিপক্ষে তার ফেরার একটা গুঞ্জন ছিল। কিন্তু বাংলাদেশ গুঞ্জনে উড়িয়ে দিয়েই ডাচদের মুখোমুখি হচ্ছে। একাদশে কোনো পরিবর্তনই আনেননি চন্ডিকা হাথুরুসিংহে।

অন্যদিকে নেদারল্যান্ডস গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছে। তেজা নিদামারুর একাদশে জায়গা হারিয়েছেন। তার পরিবর্তে খেলবেন স্পিনার আরিয়ান দত্ত।

এ ম্যাচটি দুদলের জন্যই গুরুত্বপূর্ণ। ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশ ও নেদারল্যান্ডসের নামের পাশে এখন ২ পয়েন্ট করে। আজ যারা জিতবে, তারাই সুপার এইটের দৌড়ে এগিয়ে যাবে।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

নেদারল্যান্ডস একাদশ

মাইকেল লেভিট, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, সিব্রান্ড এঙ্গেলব্রেখট, বাস ডি লিডি, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), আরিয়ান দত্ত, লোগান ফন বিক, টিম প্রিঙ্গল, পল ফন মিকেরেন ও ভিভিয়ান কিংমা।

(ঢাকাটাইমস/১৩ জুন/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা