ঝালকাঠিতে আদালতের নির্দেশনা উপেক্ষা, খিচুড়ি খাইয়ে জমি দখল

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জুন ২০২৪, ২২:২৩
অ- অ+

ঝালকাঠির রাজাপুরে আদালতের নির্দেশনা উপেক্ষা করে রাতের আধারে খিচুড়ি খাওয়ার আয়োজন করে বিরোধীয় জমিতে ঘর উত্তোলনের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের আংগারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার জরুরি সেবা ৯৯৯-এ জানালে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ দেয়। ভুক্তভোগী মো. ওহাব আলী পূর্ব আংগারিয়া এলাকার মৃত কাজেম আলী খলিফার ছেলে। বিরোধীয় জমি নিয়ে আদালত চলতি বছরের এপ্রিল মাসে বণ্টনের আংশিক প্রাথমিক ডিক্রি প্রদান করে। যেখানে আগামী ৯০ দিনের মধ্যে বিবাদী রেসপন্ডেন্ট পক্ষকে বাদি পক্ষের অনুকূলে ছাহামকৃত ভূমি আপস বণ্টন করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু আদালতের নির্দেশনা উপেক্ষা করে মো. মজিবর মোল্লা বিরোধীয় জমিতে রাতের আধারে ঘর উত্তোলন করে।

ভুক্তভোগী ওহাব আলী খলিফার ছেলে মো. ওয়াদুদ খলিফা জানান, তার বাবা ওহাব আলী খলিফা প্রায় ৬০ বছর পূর্বে ঐ জমিটি ক্রয় করে বসতঘর নির্মাণ করে তাতে বসবাস করে আসছে। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের কারণে তাদের একটি বসত ঘরে পানি উঠলে ঘরটি বসবাসের অনুপযোগী হয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলার সত্যনগর এলাকার মৃত সেকেন্দার আলী মোল্লার ছেলে মজিবর মোল্লা প্রায় শতাধিক লোকজন নিয়ে তার বসত ঘরের তালা ভেঙে ঘরে প্রবেশ করে ঘর দখলে নেয়। ঘরের সামনে খিচুড়ির আয়োজন করে পাশের আরেকটি নতুন ঘর উত্তোলন করে।

মো. মজিবর মোল্লা অভিযোগ অস্বীকার করে জানান, পৈত্রিক সম্পত্তিতে তিনি ঘর উত্তোলন করেছেন এবং তা দিনের বেলায়।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে স্থলে ফোর্স পাঠিয়ে কাজ বন্ধ করে উভয় পক্ষকে কাগজ পত্র নিয়ে থানায় ডাকা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯জুন/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা মহানগর উত্তর ছা্ত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল অঞ্জন গ্রেপ্তার
আপিলের জন্য জোবাইদা রহমানকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা হাইকোর্টের
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু
পাবনায় চরমপন্থি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা