মাধুরীর বিয়ের খবরে হাউমাউ করে কেঁদেছিলেন দীপিকার বাবা! কেন?

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২৪, ১১:১৩
অ- অ+

বলিউডের চিরসবুজ নায়িকা মাধুরী দীক্ষিত। তাকে দেখে আজও কত পুরুষের দিল যে ‘ধক ধক’ করে, তার ইয়াত্তা নেই! বেশ কয়েক প্রজন্মের হৃদয়ে দোলা। তার এক হাসিতে আজও ঘায়েল ভক্তহৃদয়।

কিন্তু জানেন কি, মাধুরীর প্রেমে হাবুডুবু খেয়েছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোনের বাবা প্রকাশ পাড়ুকোনও! এ কথা ফাঁস করেন দীপিকা নিজেই।

১৯৯৯ সালের ১৭ অক্টোবর হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শ্রীরাম নেনের গলায় মালা দেন ‘ধক ধক গার্ল’ মাধুরী। সে খবর যে কতজনের হৃদয় ভেঙেছিল, হিসাব নেই। হৃদয় ভেঙেছিল দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোনেরও। তিনি নাকি মাধুরীর বিয়ের খবরে বাথরুমে ঢুকে হাউমাউ করে কেঁদেছিলেন। তা নিয়ে এখনো ঠাট্টায় মাতে গোটা পরিবার।

২০১৬ সালে এক সাক্ষাৎকারে মাধুরীর মুখোমুখি হয়েছিলেন দীপিকা। বাবার কান্নাকাটির গল্পটা হাসতে হাসতে দীপিকাই বলেছিলেন তাকে। হাসতে হাসতে দীপিকা জানান, মাধুরীর বিয়ের খবর যেদিন প্রকাশ্যে এলো, প্রকাশ খবরের কাগজ পড়া থামিয়ে বাথরুমে ঢুকে যান দ্রুত।

বেশ কিছুক্ষণ পার হয়ে যেতে পরিবারের লোকজন দরজায় ধাক্কা দিতে শুরু করেন। দীপিকা বলেন, ‘বাবা বেরিয়েছিলেন এক সময়। তবে কেঁদে কেঁদে তার চোখ লাল। তা দেখে দীপিকার মা নাকি অবাক হয়ে বলেছিলেন, ‘চোখ তো ফুলে ঢোল! ভেতরে বসে কাঁদছিলে নাকি?’

দীপিকা মাধুরীকে বলেন, ‘তোমার প্রেমে পাগল ছিল বাবা। সারাদিন নিজের রুটিনে বুঁদ হয়ে চললেও তুমিই ছিলে বাবার অনুপ্রেরণা। যদিও সে কথা জানতে পেরেছি অনেক পরে।’

সব শুনে মাধুরীর গাল লজ্জায় লাল। কী বলবেন, হাসবেন না কাঁদবেন, তা নাকি বুঝেই উঠতে পারছিলেন না! গত ১০ জুন ৬৯ বছরে পা দিয়েছেন দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন। মাধুরীর প্রতি তার ভালোবাসা কি এখনো একই রকম? সে খবর অবশ্য মেলেনি!

(ঢাকাটাইমস/২০জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা