জাহের আলভির সঙ্গে শারমিন সাথীর ‘কবর’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিলোসফিতে মাস্টার্স পড়ছেন শিহাব। ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের হলের দারোয়ান তাকে ডেকে বলেন, তার নামে একটি চিঠি এসেছে।
তবে শিহাবের হাতে সময় না থাকায় তিনি তাড়াহুড়ো করে সেই চিঠিটা নিয়ে পরীক্ষার হলের দিকে রওনা দেন এবং চিঠি পড়তে শুরু করেন। চিঠিতে তার ভালোবাসার মানুষ রূপার বিয়ের কথা লেখা। আজ তার বিয়ে। যত তাড়াতাড়ি সম্ভব তাকে রূপার কাছে যেতেই হবে।
এ খবরে শিহাবের মাথায় যেন বজ্রপাত হয়। একদিকে ফাইনাল পরীক্ষা, অন্যদিকে তার ভালোবাসার মানুষের বিয়ে। তিনি ঠিক করে ফেলেন যে, যেভাবেই হোক আজ গ্রামে যাবেনই, আবার পরীক্ষায়ও বসতে হবে।
এরপর কী হয়? শিহাব কি দুই কুলের কোনো কুল রক্ষা করতে পারেন? এমন গল্প নিয়েই নাটক ‘কবর’। নির্মাণ করেছেন নিকুল কুমার মন্ডল। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহের আলভি, শারমিন সাথী ও অহনা রহমান।
পরিচালক নিকুল কুমার মন্ডল বলেন, ‘নাটকটি দেখে আপনারা হতাশ হবেন না। আশা করি নাটকটি সবার ভালো লাগবে। দর্শকরা যত বেশি নাটক দেখবেন, আমরা তত বেশি কাজের অনুপ্রেরণা পাবো।’
অভিনেত্রী শারমিন সাথী বলেন, ‘এটা অসাধারণ একটি গল্পের নাটক। দর্শকরা কেউ নিরাশ হবেন না। অবশ্যই নাটকটি দেখবেন। বিশেষ করে আমার যারা ভক্ত রয়েছেন, তারা অবশ্যই নাটকটি দেখবেন।’
নির্মাতা সূত্রে জানা গেছে, ‘কবর’ নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।
(ঢাকাটাইমস/২১জুন/এজে)

মন্তব্য করুন