৪৪-এও অবিবাহিত সজল! অবাক অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৪, ১৭:৫৯
অ- অ+

দেশীয় শোবিজের দুই পরিচিত নাম অপু বিশ্বাস ও অভিনেতা আবদুন নূর সজল। নিজেদের কাজ দিয়ে দুজনেই শোবিজ অঙ্গনে জায়গা করে নিয়েছেন। ঈদুল আজহাকে কেন্দ্র করে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তারা।

সেখানে নিজেদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন অপু ও সজল।

এ অনুষ্ঠানের মাধ্যমেই অপু বিশ্বাস জানতে পারেন, ৪৪ বছর বয়সেও বিয়ে করেননি সজল। এ কথা শুনে রীতিমতো অবাক হন অপু বিশ্বাস। বলেন, ‘ও, আপনি এখনো বিয়েই করেননি!’ জবাবে সজল বলেন, ‘আল্লাহর রহমতে এখনো বিয়েটা হয়নি আমার।’

এরপরই অপু তার কাছে জানতে চান, প্রেমের সম্পর্কে রয়েছেন কি না সজল। জবাবে অভিনেতা বলেন, ‘কে না থাকে সম্পর্কে? সবার জীবনেই সম্পর্ক থাকে। আসলে একটা সময় দিতে হবে তো।’

এরপরই অপু বলেন, আমরা মা হয়ে গেছি, ছেলের বিয়ের কথা ভাবছি।’ তারপর সজল বলেন, ‘কোনো সমস্যা নেই। তখন সবকিছু একসঙ্গে হবে।’

এ সময় দুজনের আলোচনার মাঝে সামাজিক মাধ্যমের নেতিবাচকের দিক উঠে আসে। এ ব্যাপারে অপু বিশ্বাস বলেন, ‘আমি জানি যা করেছি তা সঠিক। এ জন্য যে যেভাবে ঘুরিয়ে-ফিরিয়ে তা বলুক।’

(ঢাকাটাইমস/২১জুন/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা