সোহরাওয়ার্দী উদ্যানে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম ‘প্লাটিনাম জুবিলী’ প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার বিকাল পৌনে চারটার দিকে ‘গৌরবময় পথচলার ৭৫ বছরে আওয়ামী লীগ, সংগ্রাম সংকল্প সতত শপথে জনগণের সাথে’ শীর্ষক আলোচনা সভায় যোগ দেন তিনি।
মঞ্চে উঠে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান শেখ হাসিনা। নেতাকর্মীরাও বাঁধভাঙা উচ্ছ্বাসে দলীয় সভাপতির শুভেচ্ছার জবাব দেন।
এর আগে দলের সভাপতি শেখ হাসিনা জাতীয় পতাকা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে আলোচনা সভার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে সকাল থেকেই আসতে শুরু করেন নেতাকর্মীরা। দুপুরের আগেই ভরে যায় অনুষ্ঠানস্থল। দুপুর ১টা নাগাদ নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে উদ্যান ও তার আশপাশের এলাকা। নেতাকর্মীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছেন সমাবেশে।
নেতাকর্মীদের প্রবেশের জন্য দুপুর ২টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলেও এরপরেও খণ্ড খণ্ড মিছল নিয়ে তারা আসতে থাকেন।
মঞ্চে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাড. কামরুল ইসলাম, সিমিন হোসেন রিমি, এ এইচ এম খায়রুজাজামান লিটন, সৈয়দা জেবুন্নেছা হক উপস্থিত রয়েছেন।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানে দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিরা অংশ নিয়েছেন।
কেন্দ্র থেকে শুরু করে সারাদেশে তৃণমূল পর্যায় পর্যন্ত তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে।
(ঢাকাটাইমস/২৩জুন/ইএস)

মন্তব্য করুন