মোবাইল-মানিব্যাগ ছোঁ মারে, ধরা পড়লে দেয় ছুরি দিয়ে পোঁচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২৪, ১৭:১৯| আপডেট : ২৬ জুন ২০২৪, ১৮:০১
অ- অ+

রাজধানীর কারওয়ান বাজার থেকে ছুরি ও ব্লেডসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চক্রটি ওই এলাকায় ওঁৎ পেতে থেকে সুযোগ বুঝে মানুষের পকেট থেকে মোবাইল, মানিব্যাগ ছোঁ মেরে পালিয়ে যেত। আর ধরা পড়লে ছুরি, ব্লেড দিয়ে পোচ মারত।

গ্রেপ্তার তিনজন হলেন- মো. শাকিল (২৯), মো. সজিব (১৯) ও মো. মালেক (৩৩)। তাদের কাছ থেকে তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার কারওয়ান বাজারের শুটকিপট্টির এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনই চিহ্নিত ছিনতাইকারী। তারা কারওয়ান বাজার এলাকায় ওঁৎ পেতে থাকে। সুযোগ পেলেই মানুষের মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়। অনেক সময় বাজারে আসা লোকজনকে লক্ষ্যবস্তু বানায় তারা। কেউ তাদের বাধা দিলে বা ধরার চেষ্টা করলে হাতে থাকা ব্লেড ও ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গতকালও তারা ছিনতাইয়ের উদ্দেশে কারওয়ান বাজার শুটকিপট্টি খান হোটেলের সামনে অবস্থান নিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে চাকু ও একটি ব্লেড উদ্ধার করা হয়। তারা এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিল। জামিনে বের হয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে। গ্রেপ্তার শাকিলের নামে ৪টি, সজিবের ৫টি এবং মালেকের নামে ৩টি মামলা রয়েছে।

তিন ছিনতাইকারী গ্রেপ্তারের তথ্য জানিয়ে বুধবার তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৬জুন/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শার্শায় ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
চার ম্যাচ পর মেসির গোল, মায়ামির জয়
নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা