বোয়ালমারীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস:
| আপডেট : ২৭ জুন ২০২৪, ১৯:৪৭ | প্রকাশিত : ২৭ জুন ২০২৪, ১৮:৪৯

ফরিদপুরের বোয়ালমারীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ইমন শেখ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৬ জুন) রাতে ধর্ষিতার মা বাদী হয়ে থানায় মামলা করার পর বৃহস্পতিবার (২৭ জুন) সকালে পরমেশ্বরদী গ্রামে অভিযান চালিয়ে ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। সে ওই গ্রামের ইব্রাহিম শেখের ছেলে।

এদিকে ভুক্তভোগী ওই গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। মাস আগে ধর্ষণের শিকার ওই গৃহবধূ বর্তমানে অন্তঃসত্ত্বা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের কাজীপাড়া এলাকায় ঘটনা ঘটেছে।

মামলা পারিবারিক সূত্রে জানা যায়, দুই বছর আগে বোয়ালমারী পৌরসভার গুনবহা গ্রামে বিয়ে হয় ধর্ষণের শিকার ওই গৃহবধূর। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় - মাস আগে পিতার বাড়িতে অবস্থান করছিল সে। বাবার বাড়িতে অবস্থানকালে চলতি বছরের ২৩ জানুয়ারি দুপুরের দিকে প্রতিবেশী ইব্রাহিম শেখের ছেলে ইমন শেখ ওই গৃহবধূর ঘরে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের বিষয়ে কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয় ধর্ষক ইমন। ধর্ষণের ফলে ওই গৃহবধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সম্প্রতি গৃহবধূর শারীরিক পরিবর্তন প্রকাশ পেলে তাকে চাপ দেয় পরিবার। সময় সে পরিবারের কাছে ঘটনাটি খুলে বলে। ঘটনা জানতে পেরে বুধবার রাতে ইমন শেখকে একমাত্র আসামি করে থানায় মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, অভিযোগের পরেই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দোষ স্বীকার করেছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২৭জুন/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

শেখ হাসিনা সাইকোপ্যাথ ছিলেন: মামুনুল হক

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কঠিন জবাব দেওয়া হবে: জামায়াত নেতা শাহাজাহান

নিম্নচাপের প্রভাবে উত্তাল সমুদ্র, চিন্তিত উপকূলের মানুষ

নোয়াখালীতে সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

খুলনায় অব্যাহত বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, বিপাকে নিম্ন আয়ের মানুষ

সাধ থাকলেও ইলিশ কেনার সাধ্য নেই ভালুকাবাসীর

সরকারি কোয়ার্টারে থাকলেও ভাড়া দেন না আখাউড়ার কর্মকর্তা-কর্মচারীরা

কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কলেজ ছাত্রের মৃত্যু

সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুলের টাকা ছড়ানো বিছানার ছবি ভাইরাল 

ষড়যন্ত্র মোকাবেলায় সকল দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাওলানা মামুনুল হক

এই বিভাগের সব খবর

শিরোনাম :