রাকিবের সঙ্গে প্রেম-বিয়ে: গুঞ্জনের বিপরীত গল্প শোনালেন মাহি

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২৪, ১২:১৮| আপডেট : ৩০ জুন ২০২৪, ১৩:৪১
অ- অ+

গাজীপুরের রাজনীতিক পরিবারের সন্তান রাকিব হাসান সরকারকে ভালোবেসে বিয়ে করেছিলেন আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার জন্য তিনি ডিভোর্স দিয়েছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। কিন্তু থাকতে পারেননি রাকিবের সঙ্গেও। ডিভোর্স হয়ে গেছে তাদের।

গুঞ্জন ছিল, সিনেমার জগতে জনপ্রিয়তা নিম্নমুখী হওয়া শুরু করলে রাজনীতির প্রতি ঝুঁকেছিলেন মাহি। সে কারণে কমন ফ্রেন্ডের মাধ্যমে রাকিবের সঙ্গে সখ্য গড়েন নায়িকা। যেহেতু রাকিব ও তার পরিবার দীর্ঘকাল ধরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গাজীপুরে তারা বেশ প্রভাবশালী।

সে কারণে রাকিবকে বিয়ে করতে দ্বিতীয় স্বামী অপুকে ছেড়ে আসেন মাহি। রাকিবও নাকি মাহিকে বিয়ে করার জন্য তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দেন। এরপর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০২১ সালের সেপ্টেম্বরে। ফারিশ নামে এক ছেলের অভিভাবকও হয়েছেন। কিন্তু সংসার টেকেনি।

তবে সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে তার সঙ্গে রাকিবের প্রেমের যে গল্প শোনালেন মাহি, তা একেবারেই উল্টো।

ওই সাক্ষাৎকারে মাহি দাবি করেন, ‘রাকিব আর আমার মধ্যে শুধু বন্ধুত্ব ছিল। আমাদের ৮ থেকে ৯ জনের একটা গ্রুপ আছে। আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে রাকিবের ফ্রেন্ড। এ রকম আমাদের কমন বন্ধুদের একটা গ্রুপ ছিল। যেই গ্রুপটাতে ওর সঙ্গে আমার প্রায়ই দেখা হতো। যেকোনো গেট টুগেদারে।’

নায়িকা বলেন, ‘মজার উদ্দেশ্যে আমি-রাকিব ও গ্রুপের সবাই মিলে ছবি তুলে ফেসবুকে দিলাম। ওকে যারা পছন্দ করে, তাদের জেলাসের জন্য। কিন্তু ছবি দেখে রাকিব আর আমাকে নিয়ে নিউজ শুরু করে দেয় সবাই। যখন নিউজ প্রকাশ হলো, তখন ওর ফ্যামিলিতে সমস্যা শুরু হয়েছিল।’

অভিনেত্রী আরও বলেন, ‘যখন নিউজ শুরু হলো, তখন থেকেই চিন্তা করলাম, ও যেহেতু সিঙ্গেল, আমিও সিঙ্গেল। চলো, বিয়েটাও করে ফেলি। বিয়ের পরই আমাদের প্রেম শুরু হয়েছিল।’ অর্থাৎ মাহির দাবি মতে, তার সঙ্গে পরিচয়ের আগেই প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় রাকিবের।

তবে ঘটনা যা-ই হোক, যার সঙ্গে সারাজীবন কাটাবেন বলে দ্বিতীয় স্বামী অপুকে ডিভোর্স দিয়েছিলেন মাহি, তার সঙ্গেও থাকতে পারেননি। ছেলে ফারিশকে নায়িকা মানুষ করছেন সিঙ্গেল মাদার হিসেবে। আবার যে সুবিধা পাওয়ার জন্য রাকিবের দিকে ঝুঁকেছিলেন, সেই রাজনীতিতেও মাহি ফ্লপ।

রাকিবের সঙ্গে বিয়ের পর আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে দুটি পদ পান এই অভিনেত্রী। এরপর দুই দফায় চেয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন। কিন্তু পাননি। শেষমেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।

কিন্তু ওই নির্বাচনে মাত্র ৯ হাজার ভোট পান মাহি। এতে তার জামানত বাজেয়াপ্ত হয়। এর কিছুদিন পরই রাকিবের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। এরপর তারা বিচ্ছেদের ঘোষণা দেন। এদিকে নির্বাচনের পর মাহি অভিনয়ে নিয়মিত হয়েছেন ঠিকই, সেখানেও আলোচনায় আসতে ব্যর্থ ‘অগ্নি’ খ্যাত এই নায়িকা।

(ঢাকাটাইমস/৩০জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় দিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লুটের প্রায় ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে বাকিগুলো
ইসলামী ব্যাংকের সঙ্গে ড্যাফোডিল কম্পিউটারসের চুক্তি
সাবেক এমপি দুর্জয় ৪ দিনের রিমান্ডে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা