শিরোপা জিতে বার্বাডোজের পিচের মাটি খেলেন রোহিত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২৪, ১৭:২০
অ- অ+

ভারতের ব্যাটিং লাইন আপে অন্যতম ভরসার নাম রোহিত শর্মা। কিংসমেডে আন্তর্জাতিক টি-টোয়েন্টির যাত্রা শুরু হয়েছিল রোহিত শর্মার, শেষ হলো বারবাডোজের কেনসিংটন ওভালে। কেনসিংটন ওভাল ভারতীয় কাপ্তানের জন্য স্পেশাল হয়েই রইল। এখানেই যে অধিনায়ক হিসেবে প্রথম বিশ্বকাপটা জিতলেন তিনি। ৩৭ বছর বয়সে এসে জিতলেন অধিনায়ক হিসেবে প্রথম আইসিসি শিরোপা।

শনিবার (২৯ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়েছে ভারত। টানা তিনটি ফাইনাল হারের পর রোহিতের কাছে এ দিনটি তো স্পেশালই। স্পেশাল দিনে অবসরও ঘোষণা করেছেন তিনি।

এমন দীর্ঘ অপেক্ষার ফল যে শিরোপা, তার জন্য আনন্দটাও হয়েছে মাত্রা ছাড়ানো। আর্শদ্বীপ সিং, বিরাট কোহলিরা পাঞ্জাবের ঐতিহ্যবাহী নাচে বিশ্বকাপ জয়ের মুহূর্ত রাঙিয়েছেন। আর রোহিত শর্মা খেয়েছেন বার্বাডোডের মাটি। যে পিচে খেলার পর বিশ্বকাপের শিরোপা পেয়েছেন, উদযাপনের এক মুহূর্তে সেই পিচ থেকে খানিকটা মাটি মুখে পুরেছেন ভারতীয় অধিনায়ক। আইসিসির অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই মুহূর্তের ভিডিও আপ্লোড করা হয়েছে।

এদিকে বিশ্বকাপ জেতার পরেই নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারেরও ইতি টানলেন রোহিত শর্মা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারত অধিনায়কের বক্তব্য, ‘এটাই ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল। এর পরে আমি আর দেশের হয়ে টি-টোয়েন্টি খেলব না। এই সিদ্ধান্ত নেওয়ার এর থেকে ভাল মুহূর্ত হতে পারে না।’ টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও অবশ্য এক দিন ও টেস্ট ক্রিকেট তিনি খেলবেন বলে জানিয়েছেন রোহিত।

ভারত অধিনায়ক বলেন, ‘আমি যখন থেকেই এই ফরম্যাট খেলেছি তখন থেকেই উপভোগ করেছি। আমি এটাই চেয়েছি- আমি বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। শেষ পর্যন্ত যে জিততে পেরেছি তার জন্য খুশি।’

(ঢাকাটাইমস/৩০ জুন/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফাতে সরকারের পতনের দাবি ছিল না: জুয়েল
প্রয়োজনে এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগ-এমপিভুক্তি: শিক্ষা উপদেষ্টা
বাণিজ্য, বিনিয়োগের জন্য বাংলাদেশ উপযুক্ত স্থান
ইতালিতে সিলেট বিভাগ যুব পরিষদের আয়োজনে অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা