ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
  প্রকাশিত : ৩০ জুন ২০২৪, ১৮:১৬| আপডেট : ৩০ জুন ২০২৪, ১৮:৪৭
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইলে জেমি আক্তার (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

শনিবার (২৯ জুন) সন্ধ্যা ৬টায় উপজেলার সন্ধানপুর ইউনিয়নের সন্ধানপুর গ্রামে এ ঘটনা ঘটে। ।

রবিবার সকালে ঘটাইল থানা পুলিশ নিহতের স্বামী মনিরকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত মনির ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের সন্ধানপুর গ্রামের সমর আলীর ছেলে।

নিহত জেমি উপজেলার দিঘর ইউনিয়নের মানাজি গ্রামের প্রবাসী জামাল হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মনির পেশায় একজন শ্রমিক। তাদের পারিবারিক কলহ ছিল। শনিবার সন্ধ্যায় গৃহবধূ জেমি রান্না করছিল। এ সময় ছেলে সোহান কান্নাকাটি করলে মনির হোসেন জেমিকে প্রচণ্ড মারধর করে।

পরে পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় জেমিকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শনিবার রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

নিহত জেমির বড় বোন নাছিমা বলেন, গত ৪ বছর আগে পারিবারিকভাবে মনিরের সঙ্গে জেমির বিয়ে হয়। সে চার মাসের গর্ভবতী। বিয়ের পর থেকেই জেমিকে নির্যাতন করত মনির। এর আগেই কয়েকবার গ্রামের মাতব্বর নিয়ে সালিশ করে মীমাংসা করে দেওয়া হয়েছে। তিনি জেমি হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন ।

স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম বিষয়টা নিশ্চিত করে জানান, ঘটনার পর এলাকাবাসী ঘাতক মনিরকে নিজ বাড়িতেই বেঁধে রেখেছিল। পরে আমরা থানায় খবর দিয়ে মনিরকে পুলিশে হস্তান্তর করেছি।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, অভিযুক্ত মনিরকে গ্রেপ্তার করা হয়েছে । মনিরের মাকেও আমাদের হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/৩০জুন/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
বাংলাদেশি তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
সরকার অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করবে, প্রত্যাশা তারেক রহমানের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা