ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন দোকানে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩০ জুন ২০২৪, ২২:২৮

ফরিদপুর শহরের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে শহরের মুজিব সড়কের ওষুধের দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুজ্জামান রিশাদ।

অভিযানকালে তিনটি দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল থাকার অপরাধে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে দোকান মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

আদালতকে সহায়তা করেন জেলা ঔষধ তত্ত্বাবধায়ক কার্যালয়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুজ্জামান রিশাদ জানান, শহরের মুজিব সড়কের ওষুধের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তিনটি দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। ওই দোকানগুলোকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, তারা এ ধরনের কাজ ভবিষ্যতে করবে না মর্মে মুচলেকা দিয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/৩০জুন/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :