দিনাজপুরে পুলিশের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, যুবক গ্রেপ্তার

​​​​​​​দিনাজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৪, ২১:৪১
অ- অ+

সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনাজপুর জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ভুয়া ফেসবুক পেইজ ও আইডি খুলে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রবিবার (৩০ জুন) দিনাজপুর শহরের বড়বন্দর যোগেন বাবুর মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।

গ্রেপ্তারকৃত যুবক শহরের বড়বন্দর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

সোমবার দুপুরে দিনাজপুর পুলিশের সদর সার্কেল কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন।

তিনি বলেন, জেলা পুলিশের নামে ফেসবুক পেইজ খুলে এতিমখানা ও মাদরাসার নামে আর্থিক সহায়তা চেয়ে বিজ্ঞপ্তি দেন ঐ যুবক। বিষয়টি দৃষ্টিগোচর হলে সাইবার ক্রাইম ইউনিট ও ডিবি টিম নজরদারিতে রেখে আসামি শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন আরও বলেন, এ সময় আসামির মোবাইল চেক করে জেলা পুলিশসহ নারী ও ব্যবসা প্রতিষ্ঠানের নামে ১৫টি আইডি লগিং অবস্থায় পাওয়া গেছে। দিনাজপুরের বিশিষ্টজনের নামে আইডি খুলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ করে প্রতারণা করে আসছিল সে। এর সঙ্গে আর কেউ জড়িত কিনা সে বিষয়ে তদন্ত চলছে।

সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০১জুলাই/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয়তাবাদী চিকিৎসকরা আওয়ামী দুঃশাসনে নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন: ডা. রফিক
যুবদল নেতা মনিরের ‘বার কাণ্ড’: মদ্যপান, হুমকি, হামলা—শেষমেশ বহিষ্কার
সংস্কারে সমর্থন আছে যুক্তরাষ্ট্রের, নির্বাচন বিষয়েও জানতে চেয়েছে দেশটি: পররাষ্ট্র উপদেষ্টা
এহসান মাহমুদে বিব্রত বিএনপি, যেভাবে দলে ঢোকেন তিনি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা