রাজবাড়ীতে ৭০ বছর বয়সি মা-কে মারধর, ছেলে গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৪, ০৯:৩৮
অ- অ+

আলেয়া বেগম নামে ৭০ বছর বয়সি এক বৃদ্ধা মা-কে ভরণপোষণ না দিয়ে উল্টো বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে ছোট ছেলে আরিফ ঠাকুরের (৩৫) বিরুদ্ধে। ঘটনার পর ওই বৃদ্ধাকে স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

এ ঘটনায় মঙ্গলবার রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন বৃদ্ধা আলেয়া বেগম। সেই মামলায় পুলিশ বৃদ্ধার ছেলে আরিফ ঠাকুরকে গ্রেপ্তার করে রাজবাড়ী আদালতে পাঠিয়েছে।

মামলার বাদী জানান, তার বড় ছেলে শরীফ ঠাকুর (৪০) অসুস্থ। তার কোনো রোজগার নেই। ছোট ছেলে আরিফ ঠাকুর অটোরিকশা চালান, ভালো আয়ও করেন। তবে তিনি তার মায়ের ওষুধপত্র কেনাসহ কোনো ভরণপোষণ দেন না। টাকা চাইলেই অকথ্য ভাষায় গালাগাল করেন এবং বাড়ির গাছ বিক্রি করে উল্টো টাকা নিয়ে যান।

সেই ধারাবাহিকতায় গত ২৫ জুন বিকালে আরিফ ঠাকুর তাদের বাড়ির একটি গাছ বিক্রি করে আবার টাকা দিতে বলে। এতে তার মা রাজি না হওয়ায় তাকে গালাগালের পাশাপাশি কিল, ঘুষি, লাথি মেরে মারাত্নক আহত করে। গাছ বিক্রি করে টাকা না দিলে খুন করার হুমকিও দেন। এরপর বৃদ্ধার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) অমিত কুমার বাগচী জানিয়েছেন, ‘বৃদ্ধা আলেয়া বেগমের মামলায় তার ছেলে আরিফ ঠাকুরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

(ঢাকাটাইমস/০৩জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে দুর্বৃত্তের এসিড নিক্ষেপে একই পরিবারের ৩ জন দগ্ধ 
গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৮ জন নিহত
মধুমতি নদীতে জেলেকে পিটিয়ে হত্যা, মামলার এজাহারনামীয় আসামি সানি গ্রেপ্তার
ভাঙ্গা সার্কেল অফিস ও ভাঙ্গা থানা পরিদর্শন করলেন ডিআইজি রেজাউল করিম মল্লিক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা