বিচার চলাকালে এজলাস কক্ষে অসুস্থ আপিল বিভাগের বিচারক

আদালতে বিচার চলাকালে আপিল বিভাগের এজলাস কক্ষে অসুস্থ হয়ে পড়েছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। বুধবার সকাল পৌনে ১০টার দিকে বিচার পরিচালনাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন।
এদিন সকাল ৯টা ১৫ মিনিটে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে বিচারকাজ শুরু হয়। এই বেঞ্চের সদস্য বিচারপতি হিসেবে প্রধান বিচারপতির সঙ্গে এজলাসে ছিলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন।
বিচারকার্য শুরুর প্রায় আধাঘণ্টা পর বিচারপতি জাহাঙ্গীর হোসেন অসুস্থ হয়ে পড়েন। পরে সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে যান। এসময় প্রধান বিচারপতিসহ বেঞ্চের অন্য বিচারপতিরা বিচারকাজ মুলতবি রেখে খাসকামরায় চলে আসেন।
উল্লেখ্য, এর আগেও তিনি কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
(ঢাকাটাইমস/০৩জুলাই/এসআইএস)

মন্তব্য করুন