গ্রাহকদের মাঝে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিনিয়োগের চেক প্রদান

এসএমই গ্রাহকদের মাঝে বিনিয়োগের চেক হস্তান্তর করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
আন্তর্জাতিক এসএমই দিবস উপলক্ষে গ্রাহকদের মাঝে এ চেক প্রদান করা হয়।
এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী গ্রাহকদের মাঝে স্মারক চেক হস্তান্তর করেন।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহ ও মো. সিরাজুল ইসলাম, এসএমই ও অ্যাগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট ডিভিশনের প্রধান শাফায়েত আহমেদ চৌধুরী এবং সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকসহ অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/০৩জুলাই/পিএস)

মন্তব্য করুন