বর্তমান সরকার অগণতান্ত্রিক ও অবৈধ: টুকু

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১৮:২৭ | প্রকাশিত : ০৩ জুলাই ২০২৪, ১৮:০৬

বর্তমান সরকার ‘অগণতান্ত্রিক ও অবৈধ’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘আমাদের আবার নতুন করে রাস্তায় নামতে হবে এবং রাজপথের লড়াইয়ের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার নীলফামারী জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশ এখন বিশ্বে একটা লুটপাটকারীদের দেশে পরিণত হয়েছে, ভোট ছাড়া এমপি আনার মানুষ খুন করেছিল তাও তাকে আওয়ামী লীগ নমিনেশন দিয়েছিল। ইন্টারপোল তাকে লাল তালিকাভুক্ত করেছিল। আওয়ামী লীগ এখন ধর্ষণ, লুট করে যারা তাদের দল।

বিএনপির প্রচার সম্পাদক বলেন, একজন গরিব কৃষক ৩০ হাজার টাকা লোন নিয়ে পরিশোধ করতে না পারলে তাকে থানায় নিয়ে যায়। কিন্তু পুলিশ, আর্মি প্রধানরা হাজার হাজার কোটি টাকা লুট করে কেউ দেখলো না? আজিজ, বেনজীরের পাসপোর্ট আটকে রাখা হলো না কেন? সরকার এদের রক্ষা করছে।

আগামীতে আন্দোলনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে টুকু বলেন, আন্দোলনের জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। সংগঠনকে গতিশীল করতে হবে। সংগঠনের মাধ্যমেই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো।

টুকু বলেন, দেশের ৯৫ ভাগ মানুষ তামাশার ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। আর ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনা সম্ভব।

সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার, জহুরুল আলম, নীলফামারী জেলা বিএনপির সহ-সভাপতি মীর সেলিম ফারুক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো, নীলফামারী জেলা যুবদলের সভাপতি এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, জেলা বিএনপির সহ-সভাপতি বাচ্চু প্রধান, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন, সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রাশেদ রেজা উদ দৌল্লা প্রমুখ।

(ঢাকাটাইমস/০৩জুলাই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :