চট্টগ্রামে গ্রাম্য কবিরাজ হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৪, ১৮:৩৮
অ- অ+

চট্টগ্রামের রাউজানে আলোচিত সুলাল চৌধুরী হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় এক আসামির যাবজ্জীবন ও আরেকজনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচ এম শফিকুল ইসলাম এ আদেশ দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, মিঠু চৌধুরী, সুমন চৌধুরী, দেলোয়ার হোসেন ও মো. এরশাদ।

এ ছাড়া আসামি সুদীপ চৌধুরী ওরফে সঞ্জীব চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর আসামি মো. ইলিয়াসকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পিপি অ্যাডভোকেট অঞ্জন বিশ্বাস বলেন, ‘রাউজানের চিকদাইর এলাকায় সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জের ধরে আসামিরা গ্রাম্য কবিরাজ সুলাল চৌধুরীকে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় দায়ের করা মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে চারজনকে মৃত্যুদণ্ড ও এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরেক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ জুন রাউজানের চিকদাইর এলাকায় সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জের ধরে আসামিরা সুলাল চৌধুরীকে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ডোবায় ফেলে যায়। ওই ঘটনায় ভুক্তভোগীর ছেলে সৌরভ চৌধুরী বাদী হয়ে রাউজান থানায় মামলা করেন।

(ঢাকাটাইমস/০৩জুলাই/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
চার ম্যাচ পর মেসির গোল, মায়ামির জয়
নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে পায়ে হাঁটার পথে দেয়াল নির্মাণের অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা