সৌদি আরবে মারা যাওয়া যুবকের মাদারীপুরে দাফন সম্পন্ন

সৌদি আরবে ব্রেনস্ট্রোকে মারা যাওয়া বাংলাদেশি যুবক মিলন মাতুব্বরের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার দুপুরে গ্রামের বাড়ি মাদারীপুরে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে শুক্রবার রাত একটার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মিলনের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয় বিমানবন্দর থানা পুলিশ।
পরে শনিবার সকাল ৮টায় মিলনের মরদেহ তার গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের পশ্চিম খৈয়ারভাঙ্গা এলাকায় নিয়ে আসা হয়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্বজন ও এলাকাবাসী জানান, পরিবারের সচ্ছলতা ফেরাতে ৫ বছর আগে ১৫ লাখ টাকা ঋণ ও ধার দেনা করে সৌদি আরবে যান সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের পশ্চিম খৈয়ারভাঙ্গা গ্রামের সিরাজ মাতুব্বরের ছেলে মিলন মাতুব্বর। দেশটির রাজধানী রিয়াদের হালুজারায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। গত ১৯ জুন কর্মরত অবস্থায় ব্রেন স্ট্রোক করে রিয়াদের একটি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ৬দিন চিকিৎসাধীন অবস্থায় ২৫ জুন মারা যান। মৃত মিলনের তিন ছেলে রয়েছে। অসহায় পরিবারটি সরকারের কাছে আর্থিক সহযোগিতা প্রত্যাশার কথা জানিয়েছেন।
(ঢাকাটাইমস/০৬জুলাই/পিএস)

মন্তব্য করুন