খালেদা জিয়াকে কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন।
মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার ভোররাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
ডা. জাহিদ ঢাকা টাইমসকে বলেন, “হঠাৎ করে গভীর রাতে বুকে ব্যথা ওঠায় খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।”
তিনি জানান, খালেদা জিয়াকে কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারে। তিনি বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে আছেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। রবিবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
সোমবার ভোর ৪টা ১২ মিনিটে বেগম খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হয়ে ৪টা ৪৫ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।
(ঢাকাটাইমস/০৮জুলাই/জেবি/এফএ)

মন্তব্য করুন