সেরা বিক্রয়কর্মীদের সংবর্ধনা দিল মিনিস্টার-মাইওয়ান গ্রুপ

দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক্স কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপ কোম্পানিটির সেরা বিক্রয়কর্মীদের সংবর্ধনা দিয়েছে।
রবিবার রাজধানীর মিনিস্টার হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মিনিস্টার-মাইওয়ান গ্রুপের সেলস অ্যান্ড মার্কেটিং ডিলার চ্যানেলের মাসিক বিক্রয় পর্যালোচনা সভায় বিক্রয়কর্মীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর, ডিলার চ্যানেলের ডিরেক্টর শরফুদ্দিন আহমেদ রুহিত, ক্রেডিট রিকভারি অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্সের ডিরেক্টর মো. আওরংজেব মাহবুব, বিজনেস ডেভেলপমেন্টের ডিরেক্টর ড. সাখাওয়াৎ হোসেন, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সমগ্র দেশ থেকে আগত মিনিস্টার-মাইওয়ান গ্রুপের বিক্রয় কর্মীগণ। পর্যালোচনা সভায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ সকলের উদ্দেশে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।
বিক্রয় পর্যালোচনা শেষে জুন মাসের সেরা বিক্রয়কর্মী মীর ইলিয়ার রহমান (এজিএম), মো. শামীম আলম (ডিএসএম), মো. আব্দুল কাইয়ুম (ডিএসএম), এস এম তারেক (ডিএসএম), মাসুম হক (এএসএম), আরিফুল হক (এএসএম), মো. ইজাজ আহমেদ (এএসএম), উৎপল সাহা (এএসএম), মো. রেজওয়ান (এএসএম) এবং আরিফুল ইসলাম (সিনিয়র এক্সিকিউটিভ)দের মেডেল পরিয়ে সংবর্ধিত করা হয়।(ঢাকা টাইমস/০৮জুলাই/এসএ)

মন্তব্য করুন