খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। সোমবার ভোরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে সোমবার সকাল থেকেই নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বেগম খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। পরে দুপুর ১টার দিকে হাসপাতাল ত্যাগ করেন তিনি।
এর আগে দুপুর পৌনে ১২টার দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার সঙ্গে ছিলেন দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।
এরপর দুপুর দেড়টার দিকে হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস। হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
(ঢাকাটাইমস/০৮জুলাই/জেবি/এফএ)

মন্তব্য করুন