ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তাদের ক্রেডিট অপারেশন এবং ঝুঁকি ব্যবস্থাপনার উপর উন্নত কোর্স শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) ন্যাশনাল ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে ১৬ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের (Advance Course on Credit Operation & Risk Management in Banks’ (2nd Batch) উদ্বোধন করা হয়।
এতে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ৪৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
ব্যাংক উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ আকতার উদ্দিন আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও ভিপি শাহ্ সৈয়দ রাফিউল বারী। কোর্সের প্রথম সেশন পরিচালনা করেন সোনালী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স ডিপার্টমেন্টের সাবেক অধ্যাপক ড. এ. এইচ. এম. হাবিবুর রহমান।
(ঢাকাটাইমস/০৮জুলাই/পিএস)

মন্তব্য করুন