ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি সালথা থানার ফায়েজুর রহমান

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২৪, ০৮:৩৭| আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৮:৪৩
অ- অ+

আইনশৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখায় এ বছর ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ ফায়েজুর রহমান (পিপিএম)।

সোমবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ফায়েজুর রহমানকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।

সভা শেষে ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম ফায়েজুর রহমানের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্বারক ক্রেস্ট তুলে দেন। এ সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ফায়েজুর রহমান সালথা থানায় যোগদানের পর সহিংসতা বন্ধে নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করেছেন। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে তার চেষ্টা অব্যাহত।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধী আটক, মাদক নিয়ন্ত্রণ, মামলা গ্রহণসহ চুরি-ডাকাতির ঘটনার রহস্য উদঘাটনে ব্যাপক ভূমিকা রেখেছেন ফায়েজুর রহমান। যে কারণে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।

ফায়েজুর রহমান বলেন, ‘সালথায় আমরা মানবিক পুলিশ হিসেবে জনগণের সেবা করে যাচ্ছি। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা করা আমাদের দায়িত্ব। তাছাড়া আমি সব সময় যেকোনো ধরণের ভালো কাজের দায়িত্ব কাধে নিয়ে সফল হতে ভালোবাসি। এর সুফল হিসেবে আজ শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছি। এতে আমাদের ভালো কাজের গতি আরও বেড়ে গেল।’

ফায়েজুর রহমান গত বছরের ১৫ ডিসেম্বর সালথা থানার ওসি হিসেবে যোগদান করেন। তার বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সোল্লা ইউনিয়নে।

(ঢাকাটাইমস/০৯জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলাবাগান ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নতুন ওসি
শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু
হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়া, গাড়ি চালিয়ে নিয়ে গেলে তারেক রহমান
ট্রাফিক ইন-সার্ভিস সেইফ ড্রাইভিং কোর্সের উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা