নরসিংদীতে ট্রেনে কাটা ৫ মরদেহের ফিঙ্গারপ্রিন্ট মেলেনি এনআইডি সার্ভারে, বেওয়ারিশ দাফন

নরসিংদী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২৪, ১৫:২৬| আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৬:২৭
অ- অ+

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটাপড়ে নিহত ৫ যুবকের কারোই পরিচয় মেলেনি। এখনো পর্যন্ত তাদের সন্ধানও করেননি কোন স্বজন। পিবিআইয়ের তদন্তের প্রেক্ষিতে নেয়া ফিঙ্গারপ্রিন্টেও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে ভিসেরা নমুনা সংগ্রহ শেষে বেওয়ারিশ হিসেবেই সোমবার গভীর রাতে রেলওয়ে কবরস্থানে দাফন করা হয় তাদের।

নরসিংদীর রেলওয়ে পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে, সোমবার সকালে নরসিংদীর রায়পুরার খাকচক এলাকায় ট্রেনে কাটাপড়ে নিহত পাঁচ যুবকের পরিচয় নিশ্চিত করতে আঙ্গুলের ছাপসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়। তবে পাঁচ মরদেহের কারও ফিঙ্গারপ্রিন্টের সঙ্গেই কোনো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) মেলেনি। ফলে প্রাথমিকভাবে তাদের বেওয়ারিশ হিসেবে ঘোষণা করা হয়। সেই সঙ্গে ভিসেরা নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণের পর রাতেই নরসিংদী রেলওয়ে কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

উল্লেখ, গতকাল সোমবার ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-সিলেট রেলপথের নরসিংদীর রায়পুরার খাকচক এলাকায় সকাল থেকে বিচ্ছিন্নভাবে পড়ে ছিল পাঁচটি মরদেহ। নিহতরা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেললাইনে বসা অবস্থায় কাটা পড়েছে অথবা অন্য কেউ মেরে মরদেহ রেললাইনে ফেলে রাখার পর মরদেহ কাটা পড়েছে তা এখনো স্পষ্ট নয়।

(ঢাকাটাইমস/০৯জুলাই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা