চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে অধিবাসী নারীসহ দুইজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৪, ২২:৪৩
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জের নাচোল সদর উপজেলায় বজ্রপাতে অধিবাসী নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কামার জগদইল গ্রামে এবং সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের নং ওয়ার্ডে ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের বেদনাথ পুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে উজ্জ্বল (৫৫) এবং সদর উপজেলার আমারক গ্রামের শ্রী পরশ ওরফে পটল রায়ের স্ত্রী আদিবাসী নারী কমলা রানি (৫০)

জানা যায়, মাঠে কাজ করার সময় তারা বজ্রপাতের শিকার হন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান বৃহস্পতিবার বিকাল সাড়ে টার দিকে নেজামপুর ইউনিয়নের কামার জগদইল এলাকায় জমিতে কাজ করার সময় বজ্রপাত শিকার হয়ে উজ্জ্বল ঘটনাস্থলেই মারা গেছেন।

এদিকে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মেম্বার রাফেজ আলী জানান, বিকালে বাড়ির পাশের মাঠে দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাতের শিকার হয়ে কমলা রানি ঘটনাস্থলেই মারা যান।

(ঢাকাটাইমস/১১জুলাই/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ আবারও শাহবাগ ব্লকেড
শুভ বুদ্ধপূর্ণিমা আজ
যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ৮৩০ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা