পুলিশি বাধা উপেক্ষা করে ইবি শিক্ষার্থীদের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সপ্তম দিনের মত কোটা বিরোধী আন্দোলনে করেছে ইবি শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে চতুর্থ দিনে পুলিশি বাধা উপেক্ষা করে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় এ আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পরে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়।
বটতল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ফটক খুলে পুলিশি বাধা অতিক্রম করে আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান করে। শান্তিপূর্ণভাবে প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধের পর মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে অবস্থান করে কোটা বিরোধীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে "আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। জেগেছেরে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে। লেগেছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই"- ইত্যাদি স্লোগান দেয়। পরে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ও বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা করে।
অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সমাধানের দাবিতে শান্তিপূর্ণ মিছিল এবং সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
উল্লেখ্য, সারাদেশে কোটা সংস্কার ও ২০১৮ সালের মেধাভিত্তিক নিয়োগের সরকারি পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
(ঢাকাটাইমস/১১জুলাই/পিএস)

মন্তব্য করুন