ঢাকায় ৬ ঘণ্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত, রবিবার থেকে কমতে পারে

শ্রাবন মাস শুরু হতে মাত্র তিন দিন বাকি। এরইমধ্যে অতি ভারি বৃষ্টিতে ডুবল ঢাকা। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছয় ঘণ্টায় ঢাকায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী রবিবার থেকে বৃষ্টিপাত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির ঢাকা টাইমসকে বলেন, ‘ঢাকায় আজ শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল শনিবারও বৃষ্টি থাকবে। রবিবার থেকে বৃষ্টি কিছুটা কমতে থাকবে। তবে দেশের উত্তরাঞ্চলে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। কিন্তু বৃষ্টিপাতের পরিমান কম হবে।’
এদিকে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা; ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকাসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
শুক্রবার টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অনেক জায়গায় ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা বিকল হয়েছে। এতে স্বাভাবিক যানচলাচল বিঘ্নিত হচ্ছে। দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে থাকতে দেখা গেছে।
যদিও এর আগে বুধবার তিন দিনের ভারি বৃষ্টির সতর্কতাও জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর।
সাধারণত ২৪ ঘণ্টায় এক থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে সেটিকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে অতি ভারি বৃষ্টিপাত হিসেবে বিবেচনা করা হয়। ফলে শুক্রবার ঢাকায় ছয় ঘণ্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ায় এটিকে অতি ভারি বৃষ্টিপাত হিসেবে উল্লেখ করেছে আবহাওয়া অফিস।
(ঢাকাটাইমস/১২জুলাই/টিএ/কেএম)

মন্তব্য করুন