যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ১

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৪, ১৭:৪৪
অ- অ+

যশোর বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনা ঘটে।

নিহত সিদ্দিক হোসেন (৫০) বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মৃত শুকুর শেখের ছেলে।

আহতরা হলেন, একই গ্রামের মোস্তাক আলীর ছেলে মো. সুফিয়ান (২০), আক্কাস মোল্লার ছেলে মো. সাহিদুল (১৮), বারেক মোল্লা ছেলে আব্দুল মজিদ (৪৮) জালাল মোল্লার ছেলে মো. কবির হোসেন (৩৫)

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, যশোর-নড়াইল মহাসড়কের দক্ষিণ শ্রীরামপুর গ্রামের সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের মাঠে কয়েকজন মাছ ধরছিলেন। এসময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে নামিয়ে দেয় এবং ওই ব্যক্তিদের ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে মো. সিদ্দিক হোসেন ঘটনাস্থলেই মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ট্রাক উদ্ধারের কাজ চলছে। ট্রাকের চালক পলাতক রয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/১২জুলাই/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্যামলীতে দিন-দুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় দাদি ও নাতি বউকে গলা কেটে হত্যা  
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা