আবারও ভুল বাইডেনের: জেলেনস্কিকে ‘পুতিন’, কমলাকে ডাকলেন ‘ট্রাম্প’

বয়সজনিত কারণে পুনঃনির্বাচনের জন্য উদ্বেগের মধ্যে আবারও ভুল করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তার প্রতিপক্ষ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হিসেবে সম্বোধন করেছেন।
বৃহস্পতিবার ওয়াশিংটনে ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কির কথা উল্লেখ করে বাইডেন বলেছিলেন, ‘এখন আমি ইউক্রেনের প্রেসিডেন্টকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, যার দৃঢ় সংকল্পের মতো সাহস আছে... ভদ্রমহিলা ও ভদ্রলোকগণ আসছেন... প্রেসিডেন্ট পুতিন।’
এসময় পাশেই দাঁড়িয়ে থাকা জেলেনস্কিকে বিচলিত লাগছিল, তারপর দেখা গেল তিনি মাথা নেড়ে হাসছেন।
এরপরই দ্রুত নিজেকে সংশোধন করে বাইডেন বলেন, ‘প্রেসিডেন্ট জেলেনস্কি, আপনি প্রেসিডেন্ট পুতিনকে পরাজিত করতে যাচ্ছেন। আমি পুতিনকে হারাতে খুব মনোযোগী।’
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জেলেনস্কি বলেছিলেন, ‘আমি (পুতিনের চেয়ে) ভালো।’
বাইডেন উত্তর দিয়েছিলেন, ‘আপনি তার (পুতিন) থেকে অনেক ভালো।’
এর কিছুক্ষণ পরে বাইডেন আরেকটি ভুল করেন, একই সংবাদ সম্মেলনে তিনি তার ডেপুটি কমলা হ্যারিসকে ‘ভাইস প্রেসিডেন্ট ট্রাম্প’ বলে উল্লেখ করেন।
কমলার হ্যারিস প্রতি তার আস্থার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘দেখুন, আমি ভাইস প্রেসিডেন্ট ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাছাই করতাম না যদি তিনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য না হতেন।’
প্রসঙ্গত, ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার জন্য সবচেয়ে বয়স্ক ব্যক্তি হয়ে উঠেছেন বাইডেন। এই প্ররিস্থিতিতে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে দর কমছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের। চাপ বাড়ছে তাকে সরিয়ে অন্য কোনো নেতাকে দলের প্রার্থী করার। এমনকি তার ডেমোক্রেটিক পার্টির হেভিওয়েট নেতারাও নির্বাচনে জয়ী হওয়ার যোগ্যতা নিয়ে উদ্বিগ্ন।
গত মাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কে তার খারাপ পারফরম্যান্সের পর থেকে তাকে তাকে সরিয়ে অন্য কোনো নেতাকে দলের প্রার্থী করার চাপ আরও বেড়েছে। সেই বির্তক অনুষ্ঠানে বাইডেন কার্যত ঘুমিয়ে পড়ছিলেন। তারপরেই তার শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে।
বাইডেন এবং হোয়াইট হাউস অবশ্য জানিয়ে দিয়েছে, শারীরিকভাবে প্রেসিডেন্ট সম্পূর্ণ সুস্থ। দীর্ঘ সফরের কারণেই বিতর্কসভায় ঘুমিয়ে পড়ছিলেন তিনি।
সূত্র: এনডিটিভি
(ঢাকাটাইমস/১২জুলাই/এমআর)

মন্তব্য করুন