পুলিশি হামলার প্রতিবাদে বেরোবির শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং গেটে এসে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা, কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বেরোবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আমরা প্রতিবাদ জানাই। একটা যৌক্তিক আন্দোলনের দাবিতে আমরা রাজপথে নেমেছি। আমাদের যৌক্তিক আন্দোলন চলাকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলা হয়েছে। আমরা যৌক্তিক ও গণতান্ত্রিক আন্দোলন করছি, কিন্তু পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা সেখানে হামলা করেছে। আমরা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাই। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।
ঢাকাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে লাগাতার কর্মসূচি করে যাওয়ার কথাও জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।
(ঢাকাটাইমস/১২জুলাই/পিএস

মন্তব্য করুন