সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরামের স্ট্যান্ডিং কমিটি পুনর্গঠন

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরামের (সাল্ফ) সর্বোচ্চ নীতি-নির্ধারণী স্ট্যান্ডিং কমিটি পুনর্গঠন করা হয়েছে।
শনিবার সংগঠনের ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের প্রেসিডেন্ট অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুনর্গঠিত কমিটির প্রেসিডেন্ট অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট জেসমিন সুলতানা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপা, সাধারণ সম্পাদক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট শেখ সাইফুজ্জামান (জামান), অতিরিক্ত সাধারণ সম্পাদক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. মজিবুর রহমান মুজিব।
স্ট্যান্ডিং কমিটির সদস্যরা হলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আনোয়ারা শাহজাহান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন আহাম্মেদ, অ্যাডভোকেট সুরাইয়া বেগম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট কাজী শাহানারা ইয়াসমিন, অ্যাডভোকেট আবু রেজা মোহাম্মদ কাইয়ুম খান আরিফ, অ্যাডভোকেট ড. মোহাম্মদ জগলুল কবির, অ্যাডভোকেট মো. শাহ আলম ইকবাল, অ্যাডভোকেট শাহনাজ আহমেদ, অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির, অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুল ইসলাম আকাশ, অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান আসাদ, ব্যারিস্টার হোসেন মোহাম্মদ ইসলাম, অ্যাডভোকেট ড. মোহাম্মদ এনামুল হক, সহকারি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আওলাদ হোসেন, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হাসান, অ্যাডভোকেট মো. সিরাজুল হক স্বপন, অ্যাডভোকেট শাহ মোহাম্মদ নেয়ামত উল্লাহ, অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার, ব্যারিস্টার মো. ছানোয়ার হোসেন, ব্যারিস্টার আসাদুর রহমান রুবেল, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাবিনা পারভীন, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ঈশিতা পারভীন, অ্যাডভোকেট ডক্টর মো. ইদ্রিস মোল্লা, অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম মোল্লা, অ্যাডভোকেট ইসমত জাকিয়া, অ্যাডভোকেট তামান্না আফরিন, অ্যাডভোকেট কামরুন নাহার সিমা, অ্যাডভোকেট কারিমা আক্তার, অ্যাডভোকেট মো. মকিম মিয়া, অ্যাডভোকেট মো. ফিরোজুল ইসলাম ফিরোজ, অ্যাডভোকেট হাজেরা বেগম আজরা, অ্যাডভোকেট নাজনীন নাহার নিরুপমা (তিথি), অ্যাডভোকেট ইলোরা নাহিদ খান, অ্যাডভোকেট মোহাম্মদ আলী হাসান, অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল আহমেদ, অ্যাডভোকেট মো. আজাদুল ইসলাম আজাদ, অ্যাডভোকেট তনিমা রহমান, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. ইব্রাহিম খলিল হাওলাদার।
(ঢাকাটাইমস/১৩জুলাই/ইএস)

মন্তব্য করুন