তাড়াশে নৌকা বিক্রির ধুম

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২৪, ১২:২৩| আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১২:৩৪
অ- অ+

অতিবৃষ্টি ও বন্যার পানিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রাস্তাঘাট তলিয়ে বিলপাড়ে মানুষ পানিবন্দি হয়ে পড়ায় বেড়েছে নৌকার চাহিদা। পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নৌকার চাহিদাও বেড়েছে বেশ। জানা যায়, চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলায় বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে বিভিন্ন এলাকার মানুষ। অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে। বসতঘরেও পানি ছুঁইছুঁই। এছাড়া এ অঞ্চলের মানুষ পারাপার হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে হাতে তেমন কাজ না থাকায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। এ কারণে নৌকা কিনে মাছ ধরার কাজও করেন। তাই নৌকা বিক্রিও বেড়েছে কয়েকগুণ।

সরেজমিনে দেখা যায়, উপজেলার প্রসিদ্ধ নওগাঁ, তাড়াশ বাজার, গুল্টা হাটে নৌকা ব্যবসায়ীরা ছোট বড় বিভিন্ন আকৃতির রঙের ও ঢঙের নৌকা নিয়ে হাজির হন। আকার ও কাঠের মান ভেদে একেকটি নৌকা বিক্রি হয় পাঁচ হাজার থেকে ২৫ হাজার টাকায়। তবে চাহিদা মোতাবেক আরো বড় নৌকাও সরবরাহ করা হয়ে থাকে এ হাট থেকে। সকাল থেকেই শুরু হয় নৌকা বিকিকিনির কাজ। বর্তমানে নদ-নদী ও খালে-বিলে পানি বৃদ্ধির কারণে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছে নৌকা কিনতে। এলাকার ক্রেতারা এই হাট থেকে নৌকা কিনে নিয়ে যান। হঠাৎ পানি বৃদ্ধির কারণে এবং চাহিদা মোতাবেক নৌকা সরবরাহ না থাকায় বর্তমানে নৌকার দাম কিছুটা বেশি বলে জানান বিক্রেতারা।

নৌকা বিক্রেতা শাহ আলম বলেন, ভালো কাঠের নৌকা পাওয়া যায়। বিভিন্ন এলাকা থেকে নৌকা কিনে নিয়ে যাই। এখন বর্ষাকাল। নৌকার চাহিদা বেড়েছে। আমাদের দিনরাত পরিশ্রম করতে হয়। নৌকার চাহিদা বেড়ে যাওয়ায় আমাদের কাজ বেড়ে গেছে।

(ঢাকা টাইমস/১৫জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবুল বারকাত গ্রেপ্তার
শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য
৩ থেকে ১০ জুলাই: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৪৫ অপরাধী আটক
মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সেনাবাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা