ফরিদপুরে ছাত্রলীগের হামলায় দুই আন্দোলনকারী আহত

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৪, ১৬:০৮
অ- অ+

ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে দুজন আহত হয়েছেন। তাদের ফরিদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবারবেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক বিভাগের সাবেক ছাত্র শহরের ঝিলটুলী এলাকার কাজী নিশাত আহমেদ (২৫) সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের মাস্টার্সে অধ্যায়নরত আবরার নাদিম ইতু (২৬)

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের ব্রাহ্মসমাজ সড়কের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তারা সড়কে বসে নানা স্লোগান দিচ্ছিলেন। বেলা সোয়া ১১টার দিকে সেখানে অর্ধশত ছাত্রলীগের নেতাকর্মী ছুটে এসে হামলা চালান। আহত হন দুজন। ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা।

এদিকে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় সেখানে জড়ো হচ্ছেন আরও সাধারণ শিক্ষার্থী।

আহত আবরার নাদিম ইতু বলেন, ‘আমাদের কর্মসূচি শুরু হতে না হতেই ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে হামলা করে। আমার সহকর্মীরা পড়ে গেলে তাদের উঠাতে যাই। সময় আমার পরিচিত মুখই হামলা চালায়। আমাদের প্রত্যেকের মাথায় আঘাত করেছে তারা। আমাদের দেখে নেয়ারও হুমকি দিয়ে গেছে। আমরা নিরাপত্তাহীনতায় আছি।’

তারা পুলিশের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে চেয়েছিলেন দাবি করে আবরার নাদিম ইতু আরও বলেন, ‘ছাত্রলীগ পুলিশের বাধা অতিক্রম করে আমাদের ওপর হামলা চালায়।’

পরে আন্দোলনকারীরা শহরের ব্রাহ্মসমাজ রোড থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল নিয়ে মুজিব সড়ক দিয়ে প্রেসক্লাব হয়ে জনতা ব্যাংকের দিকে যায়। পথে তাদের পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় তারা প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা বিচার দাবি করে।

হামলার অভিযোগের বিষয়ে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তানজিলুর রহমান রিয়াদ বলেন, ‘আন্দোলনকারীদের পাশ দিয়ে ছাত্রলীগের একটি মিছিল যাওয়ার সময় তারা ছাত্রলীগকে উদ্দেশ করে আপত্তিকার স্লোগান দিলে সংঘর্ষ হয়।’ ফরিদপুরের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলার বিষয়ে তাৎক্ষণিক কথা বলতে রাজি হননি।

(ঢাকাটাইমস/১৬জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নোয়াখালীতে ছুরিকাঘাতে আহত আ. লীগ নেতার মায়ের মৃত্যু  
ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথমবার জনসমক্ষে এলেন আয়াতুল্লাহ আলী খামেনি
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা