কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর

কুমিল্লায় পুলিশের জিপসহ দুটি গাড়ি ভাংচুর করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিকাল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনায় ঘটে।
সরেজমিনে দেখা যায়, বিকাল পৌনে ৪টায় দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় অবরোধ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় পুলিশের অবস্থান লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। ক্ষুব্ধ শিক্ষার্থীরা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করেন। এ সময় গাড়িতে অবস্থান করা চার পুলিশ সদস্য আহত হন। এ ছাড়াও এক পথচারীর মোটরসাইকেল ভাংচুর করা হয়।
পরে পুলিশ পিছু হটে শহরের প্রবেশ মুখে অবস্থান নেয়। আন্দোলনকারীরা মহাসড়ক অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থীরা বিনা উস্কানিতে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেছে। পুলিশের গাড়ি ভাঙচুর করেছে তারা। পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে।’
(ঢাকাটাইমস/১৬জুলাই/এসআইএস)

মন্তব্য করুন