ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্কুল-কলেজ শিক্ষার্থীদের ‘সোনারগাঁ ব্লকেড’ পালন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৪, ১৯:১৯| আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৯:২২
অ- অ+

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ‘সোনারগাঁ ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন সোনারগাঁয়ের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে সোনারগাঁ সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মিছিল নিয়ে মোগরাপাড়া চৌরাস্তায় এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় সেখানে অবস্থান নিয়ে কোটা সংস্কারেরর দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

এদিকে অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সোনারগাঁ থানা পুলিশ শিক্ষার্থীদের রাস্তা থেকে সরে দাঁড়াতে অনুরোধ করলে তারা তা প্রত্যাখ্যান করে। পরে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের ধাওয়া দিলে সাধারণ ছাত্রদের মহাসড়ক অবরোধ কর্মসূচি ভেস্তে যায়। প্রায় ঘণ্টাখানেক পর সড়কে যান চলাচল শুরু।

শিক্ষার্থীরা দাবি না মানা পর্যন্ত ‘সোনারগাঁ ব্লকেড’ নামে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।

সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মহসিন মিয়া বলেন, ‘যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে। সাধারণ যাত্রীদের ভোগান্তির কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির পালন করে। পরবর্তীতে তাদের বুঝালে তারা চলে যায়।’

(ঢাকাটাইমস/১৬জুলাই/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অস্তিত্ব দিয়ে আগামীর বাংলাদেশে জুলাইকে ধারণ করব : মঞ্জু
বাংলাদেশে কোনো জঙ্গি নেই : ডিএমপি কমিশনার
মুরাদনগরের ওসি, কথিত সাংবাদিক ও যুবলীগ নেতাকে দিয়ে বিএনপির নাম জড়ানো হয়: কায়কোবাদ
‘দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না আওয়ামী লীগ’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা