জাতীয় প্রেসক্লাবের সামনে দুটি বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৪, ২১:২২| আপডেট : ১৬ জুলাই ২০২৪, ২১:৩১
অ- অ+

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে যাত্রীবাহী দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।একই সময় সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেসক্লাব মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বাসে তেমন যাত্রী ছিল না। মুহূর্তে বাস দুটিতে লাগা আগুন ছড়িয়ে পড়ে। এতে দাউদাউ করে জ্বলতে থাকে বাস দুটি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে লাগা আগুনের খবর পেয়ে তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ১৫ মিনিটের মধ্যে বাস দুটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে কেউ হতাহত হননি।

দুটি বাসই ট্রান্স সিলভা পরিবহনের। পুলিশি নিরাপত্তায় আগুন নির্বাপণ করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পুলিশ কিংবা ফায়ার সার্ভিস জানাতে পারেনি।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এসএস/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা