ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আন্দোলনকারীদের দখলে

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৪, ১৪:৩৫| আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৫:৪৭
অ- অ+

টাঙ্গাইলে বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব গোল চত্বর এলাকায় অবস্থান করে কোটা সংস্কার আন্দোলন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কটি আন্দোলনকারীদের দখলে রয়েছে।

বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টা হতে বঙ্গবন্ধ‌ু সেতু গোল চত্বর এলাকায় অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আন্দোলনের কারণে বঙ্গবন্ধ‌ু সেতুর ওপরসহ মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় পরিবহন চলাচল বন্ধ রয়েছে। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আন্দোলনে যুক্ত হয়েছে।

এদিকে মহাসড়কে পরিবহন চলাচল না করায় বঙ্গবন্ধ‌ু সেতুতে টোল আদায় বন্ধ রেখেছে সেতু কর্তৃপক্ষ। ফলে ভোগান্তিতে পড়েছে চলাচলকারীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কোটা পদ্ধতি সংস্কার করা হোক। যতক্ষণ পর্যন্ত কোনো সুরাহা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সড়ক ছাড়বো না। এছাড়া নিরীহ শিক্ষার্থীদের যেভাবে হত‌্যা করা হয়েছে তার বিচার চাই।

বঙ্গবন্ধু সেত‌ুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ জানান, শিক্ষার্থীরা একত্রিত হয়ে মহাসড়কের গোল চত্বর এলাকায় অবস্থান নিয়েছে। তাদেরকে মহাসড়ক ছেড়ে দেওয়ার জন‌্য বারবার বলা হচ্ছে। আন্দোলনের কারণে মহাসড়কে পরিবহন চলাচল বন্ধ রয়েছে।

(ঢাকা টাইমস/১৭জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুজন গবেষক ও এক প্রতিষ্ঠান
চট্টগ্রামে ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশের দিলেন বৈষম্যবিরোধীরা
বাণিজ্য বাধা কমিয়ে আনতে সামুদ্রিক যোগাযোগ বৃদ্ধিতে জোর পররাষ্ট্র উপদেষ্টার
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: নওফেল-রেজাউলসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা