গুলি কেন করতে হলো, প্রশ্ন চঞ্চল চৌধুরীর

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৪, ১৯:১৬
অ- অ+

কোটা সংস্কারের আন্দোলন নিয়ে সংঘর্ষে সাধারণ শিক্ষার্থীসহ ছয়জন নিহতের ঘটনায় বড়োসড়ো প্রশ্ন তুলেছেন দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। রাষ্ট্র ও প্রশাসনের কাছে তার প্রশ্ন, গুলি চালানো ছাড়া কি সমাধানের অন্য পথ খোলা ছিল না?

বুধবার দুপুর ১টার দিকে দেওয়া ওই পোস্টে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘পেশাগত কাজে প্রায় বিশ দিন আমেরিকা থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি। সেখানে বসে এই কয়দিন নিউজগুলো দেখে হতবাক হয়েছি…..হয়েছি শোকাহত!!!!’

অভিনেতার প্রশ্ন, ‘সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না??? গুলি কেন করতে হলো???? বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না??? তার মতে, ‘যা ঘটে গেল এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয়, বিষয়টা তেমনই হৃদয়বিদারক, মর্মান্তিক এবং সভ্যতা বর্হিভূত!’

চঞ্চলের প্রশ্ন, ‘আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত এত কঠিন কৌশল বুঝি না! শুধু একটা প্রশ্ন বুঝি, তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল, তার দায় কে নেবে? যে মায়ের বুক খালি হলো, তাঁর আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে?’

সবশেষে ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেতা আক্ষেপের সুরে আহ্বান জানিয়ে লিখেছেন, ‘হায়রে দুর্ভাগা দেশ!!!!!! নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক!!!!’

(ঢাকাটাইমস/১৭জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও অরোরা স্পেশালাইজড হাসপাতালের মধ্যে চুক্তি
বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি 
জুলাই-আগস্টে সহিংসতার ছবি-ভিডিও আপলোডের আহ্বান পুলিশের
চিতায় যাওয়ার আগে উৎসব মুখর নির্বাচন দেখে যেতে চাই: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা