নোয়াখালীতে নিম্ন আয়ের মানুষের মাঝে সহায়তা প্রদান

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৪, ১৫:৪২| আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৫:৫২
অ- অ+

শিক্ষার্থীদের আন্দোলন, দেশব্যাপী সহিংসতা ও কারফিউতে আয়হীন হয়ে পড়া রিকশা-অটোরিকশা চালক, শ্রমিক ও তৃতীয় লিঙ্গসহ নিম্ন আয়ের প্রায় ৬শ মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। একইসঙ্গে তাদের সবাইকে আর্থিক সহযোগিতাও করা হয়।

বুধবার সকাল সাড়ে ১০টায় নোয়াখালী পৌরসভা চত্বরে পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পক্ষে এসব সহায়তা প্রদান করেন।

জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও পরবর্তীতে কারফিউ জারির কারণে সারা দেশের মতো নোয়াখালী পৌর এলাকায় নিম্নবিত্তরা আয়হীন হয়ে পড়েছে। বিশেষ করে রিকশা-অটোরিকশা চালক, বিভিন্ন শ্রমিক ও তৃতীয় লিঙ্গের মানুষ বেশি ভোগান্তিতে পড়ে। যার প্রেক্ষিতে বুধবার নোয়াখালী পৌরসভার মেয়র এসব মানুষের মাঝে আর্থিক সহায়তার পাশাপাশি, চাল, ডাল, তেল সহায়তা করেন।

মেয়র বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি পক্ষ পাঁয়তারা করছে। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের কাঁধে ভর করে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি করেছে ওই স্বাধীনতা বিরোধীরা। এতে করে দেশ অনেকটা পিছিয়ে গেছে। তিনি সকলকে সহিংসতাকারীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে তাদের প্রতিরোধে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান।

(ঢাকা টাইমস/২৪জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গরমে আরাম পেতে তরমুজ খাচ্ছেন ধুমছে? ক্ষতি সম্পর্কে জানেন তো
ঝিনাইদহে ধানখেত থেকে কৃষকের লাশ উদ্ধার
নীলফামারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোন দগ্ধ
কানাডার জাতীয় নির্বাচনে লিবারেল পার্টির জয়লাভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা