সোনারগাঁয়ে আ. লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সম্প্রতিকালের বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা করা হয়েছে। একই সঙ্গে সমগ্র উপজেলায় আশ্রয় কেন্দ্রে থাকা ১২৯ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সমগ্র উপজেলায় এ প্রতিবাদ সভা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক হাজী সোহাগ রনি, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দারসহ অনেকে।
(ঢাকা টাইমস/২৪জুলাই/এসএ)

মন্তব্য করুন