আত্রাইয়ে পুকুরে যুবকের ভাসমান লাশ উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে পুকুর থেকে রাজু আহম্মেদ (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে আত্রাই থানার পুলিশ। রাজু উপজেলার ফটোকিয়া গ্রামের আলম মন্ডলের ছেলে। তার বাবা বাদি হয়ে আত্রাই থানায় এ ব্যাপারে অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজু শনিবার সকালে রাজমিস্ত্রির জোগালির কাজে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। কাজ শেষে মনিয়ারি গ্রাম থেকে বিকাল ৫টার দিকে বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু রাত গভীর হলেও বাড়িতে ফিরে না এলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে, কিন্তু ব্যর্থ হন তারা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নওগাঁ ক্রাইম অ্যান্ড অপসের অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান। রোববার ময়না তদন্তের জন্য লাশ নওগাঁ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, দুই হাত দিয়ে সাইকেলের হ্যান্ডেল আঁকড়ে ধরা অবস্থায় পুকুর থেকে রাজুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। রাজুর শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন বা ক্ষত পাওয়া যায়নি। রাজুর মৃত্যুর পেছনে অন্য কোনো বিষয় আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
(ঢাকাটাইমস/২৮জুলাই/মোআ)

মন্তব্য করুন