বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আইসিসির কোনো উদ্বেগ নেই: পাপন

আগামী ৩ অক্টোবর থেকে বাংলাদেশের মাটিতে শুরুতে হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আইসিসি উদ্বিগ্ন- এমন খবর প্রকাশ করেছিল ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন জানালেন, বিষয়টি নিয়ে আইসিসির সভায় কোনো কথাই ওঠেনি। তার দাবি, ‘বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আইসিসির কোনো উদ্বেগ নেই।’
সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোতে আইসিসির সভায় যোগ দিয়ে দেশে ফিরেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী। পাপন বলেন, ‘আইসিসি বুঝতে পেরেছে, বাংলাদেশে সবকিছু ঠিকঠাক আছে।’
পাপন আরও জানান, সভায় তাকে দেখে আইসিসির উদ্বেগ কেটে গেছে। তিনি বলেন, ‘আমি যখন সেখানে (শ্রীলঙ্কা) গিয়েছিলাম তখন দেশে অস্থিরতা চলছিল। বাংলাদেশের বাইরে যোগাযোগের অবস্থা ছিল না। এমন খবর দেখে চিন্তিত হয়ে পড়েন তারা। আমাকে দেখার পর তারা বুঝতে পারেন যে, সব ঠিক আছে। এরপর আইসিসির সভায় এ নিয়ে আর কোনো কথাই হয়নি।’
আগামী অক্টোবরে আইসিসির পরবর্তী সভা ঢাকায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান। ওই সভাতেই আইসিসির নতুন কমিটি নির্বাচিত হতে পারে বলেও জানান তিনি।
আগামী ৩ থেকে ২০ অক্টোবর ঢাকা ও সিলেটে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো। এতে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ১০টি দল।
(ঢাকাটাইমস/৩০ জুলাই/এনবিডব্লিউ)

মন্তব্য করুন