সাতক্ষীরায় কপোতাক্ষের বেড়িবাঁধে ফাটল, উপকূলজুড়ে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৪, ১৩:৪৭| আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৪:১৯
অ- অ+

টানা বৃষ্টি নদীতে জোয়ারের পানি বাড়ায় সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকালে গাবুরার ৪ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর গাবুরা নামক স্থানে ১০০ ফুটের মতো জায়গাজুড়ে বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। তাৎক্ষণিক বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

গাবুরার বাসিন্দা ওয়াজ আল কুরুনী আশঙ্কা প্রকাশ করেন, বেড়িবাঁধ রক্ষায় দ্রুততম সময়ে পদক্ষেপ না নিলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

গাবুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হোসেন বলেন, ‘বুধবার সামান্য ফাটল দেখা দিয়েছিল। আজ (বৃহস্পতিবার) সকাল নাগাদ তা ১০০ ফুটের মতো জায়গাজুড়ে বিস্তার লাভ করেছে। আজই সংস্কারের উদ্যোগ না নিলে রাতের মধ্যে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হতে পারে।’

গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, ‘বাঁধে ফাটলের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে।’

শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের ১৫ নম্বর পোল্ডারে দায়িত্বরত উপসহকারী প্রকৌশলী মো. সাজ্জাত হোসেন বলেন, ‘আমরা জানতে পেরে দ্রুত জিও টিউব দিয়ে বাঁধের ফাটল রোধের পরিকল্পনা নিয়েছি। আজই কাজ শুরু হবে।’

(ঢাকাটাইমস/১আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা