প্যারিস অলিম্পিক: স্পেনের বিপক্ষে হেরেও কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৪, ১৪:৩৬
অ- অ+

চলমান প্যারিস অলিম্পিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে নাটকীয়ভাবে ২-১ গোলে হেরে যায় ব্রাজিল। আর এতে শঙ্কা জাগে গ্রুপ পর্ব থেকে বিদায়ের। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে শেষ ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে হারানোর সমীকরণের সামনে দাঁড়িয়ে ছিল তারা। হারলেই বাদ পড়ার শঙ্কা। এমন ম্যাচে ব্রাজিল হরেছে তো বটেই, লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন মেয়েদের ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা খ্যাত মার্তা। মাঠ ছেড়েছেন চোখের জলে। তবে শেষ পর্যন্ত ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজেনি নিউজিল্যান্ডের হারে।

প্যারিস অলিম্পিকে নারীদের ফুটবল ইভেন্টে ব্রাজিলের সামনে ছিল ফুটবলের বিশ্বকাপ এবং ইউরোজয়ী দল স্পেন। দলে ছিলেন হেনি হারমেসো, অ্যালেক্সিয়া পুতেয়াস এবং আতিয়ানা বোনমাতির মত ব্যালন ডি’ অর জেতা তারকারা। কোয়ার্টার ফাইনালে যেতে হলে এমন এক দলের বিপক্ষে জিততেই হতো ব্রাজিলকে। কিন্তু সেটা আর হয়নি। দশজনের ব্রাজিল হেরে বসে ২-০ গোলের ব্যবধানে।

এরপরেও ব্রাজিল কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়েই চলে গেল কোয়ার্টার ফাইনালে। তাতে অবশ্য নিজেদের কৃতিত্বের চেয়ে ভাগ্য আর যুক্তরাষ্ট্রের অবদানই বেশি। গোল ব্যবধানে নিউজিল্যান্ডের চেয়ে ১ গোলে এগিয়ে থাকায় অলিম্পিকের শেষ দল হিসেবে কোয়ার্টারে যাচ্ছে ব্রাজিলের মেয়েরা।

এবারের অলিম্পিকে নারীদের ফুটবলে অংশ নিচ্ছে ১২ দল। ৩ গ্রুপে ভাগ হয়ে খেলছে তারা। প্রতি গ্রুপ থেকে সেরা দুই দলের সঙ্গে শেষ আটে যুক্ত হবে তৃতীয় হওয়া সেরা দুই দল। ভাগ্যবান সেই দুই দলের মাঝে দ্বিতীয় হয়ে কোয়ার্টারে গেল ব্রাজিল। তৃতীয় হওয়া তিন দল কলম্বিয়া, ব্রাজিল এবং নিউজিল্যান্ডের পয়েন্ট সমান থাকায় বিবেচ্য হয়ে ওঠে গোল ব্যবধান।

আর এখানেই ভাগ্যের ছোঁয়া পেয়ে যায় ব্রাজিল। স্পেনের কাছে ২-০ গোলে হারের পর তাদের গোল ব্যবধান হয়েছে -২। রাতের অন্য ম্যাচে নিউজিল্যান্ডকে ড্র করতেই হতো। হারলেই গোল ব্যবধানে ব্রাজিলের চেয়ে পিছিয়ে পড়ত তারা। আর জিতলে পয়েন্টের বিবেচনাতেই তারা চলে যেতে পারত কোয়ার্টারে। কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে ২-১ গোলে হেরে বসে নিউজিল্যান্ডের মেয়েরা। তাতেই কপাল খুলে যায় ব্রাজিলের। শেষ দল হিসেবে কোয়ার্টারে জায়গা করে নেয় তারা।

কোয়ার্টার ফাইনালেও অবশ্য স্বস্তি নেই ব্রাজিলের জন্য। প্রথমত দলের সেরা তারকা মার্তাকে পাচ্ছে না দলটি। তাছাড়া প্রতিপক্ষ হিসেবে আছে স্বাগতিক ফ্রান্স। শক্তিশালী এই দলটি নারী ফুটবলের র‍্যাঙ্কিংয়ে অবস্থান করছে দুইয়ে। স্বাগতিক হওয়ার কারণে বাড়তি সমর্থনও পাবে তারা। আগামী শনিবার মাঠে গড়াবে এই ম্যাচ। একইদিনে বাকি কোয়ার্টার ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে।

নঁতেতে ব্রাজিলের মুখোমুখি হবে ফ্রান্স। লিঁওতে স্পেনের প্রতিপক্ষ কলম্বিয়া। প্যারিসে জাপানের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র এবং মার্শেইয়ে কানাডার প্রতিপক্ষ জার্মানি।

(ঢাকাটাইমস/০১ আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পর্তুগালের প্রবাসী নারী উদ্যোক্তাদের ঈদ মেলা  
সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’
মির্জাপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
এমবাপ্পের জোড়া গোল, বার্সাকে টপকে শীর্ষে রিয়াল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা